২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রজব, ১৪৪৭ হিজরি

উজিরপুরে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

এম,এম,রহমান, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
জাতীয় দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের উজিরপুর উপজেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান মাসুম এবং মশিউর রহমান মামুনের মমতাময়ী মাতা ফিরোজা বেগম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত ৮টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার বড় ছেলে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম জানান, গত দেড় মাস আগে তার মাতা নিজ বাসায় পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এতে তার একটি হাত ভেঙে যায়। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দেড় মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন।

শনিবার দুপুরে উজিরপুর হাসপাতালের এক চিকিৎসকের মাধ্যমে তার হাতের ব্যান্ডেজ ও হাতের ভেতরে স্থাপিত নাট-বল্টু অপসারণ করা হয়। এ সময় তিনি অসুস্থতা অনুভব করলে তাকে স্যালাইন দেওয়া হয়। এতে কিছুটা সুস্থ বোধ করলেও বাসায় ফেরার পর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মন্ডল, বরিশাল-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দীন আহম্মেদ সান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা নেছার উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সভাপতি এস এম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক আ. রহিম সরদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও মরহুমার মৃত্যুতে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল স্টাফ রিপোর্টার নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top