২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

হাসনাত আব্দুল্লাহ কে সমর্থন করে কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন জামায়াত নেতা

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীের সেক্রেটারি ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে একই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি–দক্ষিণাঞ্চল)–এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর প্রতি সমর্থন জানান।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাইফুল ইসলাম লেখেন, “আলহামদুলিল্লাহ, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।”

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছি। “জনগণের ভালোবাসা ও প্রত্যাশা হয়তো পূরণ করতে পারব না, তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করব,”—যোগ করেন তিনি। একই সঙ্গে কর্মীদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই জামায়াত-সমর্থিত প্রার্থী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top