২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

কুমিল্লার মুরাদনগর উপজেলাধীন কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:

শনিবার (২৭ ডিসেম্বর) প্রিয় ইউনিটি কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ সালের ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজসেবক আবুল কাশেমের সভাপতিত্বে এবং ২০০১ ব্যাচের ছাত্র কামাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন।

প্রধান অতিথি হিসেবে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের পক্ষে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক ছাত্র জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন লিটন। এছাড়া স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বক্তারা প্রিয় ইউনিটি এসএসসি ২০০১ ব্যাচের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ শামীম, আব্দুল কাদের, মোহাম্মদ কাউসার, মোঃ ফজল, মোঃ জয়নাল, মোঃ সবুজ, মোহাম্মদ আনোয়ার, শিল্পী আখতার, তাহমিনা বেগম, নয়ন মনি, মোহাম্মদ বকুল, লাভলি আক্তার, মোঃ রায়হান, আব্দুল আউয়াল, কামরুল, মাহবুব, আলামিন, আলম, রোমান, তোফায়েল, আবু কালাম, শরিফসহ কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের ছাত্র-ছাত্রীবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top