সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
রংপুর-ঢাকা মহাসড়ক পথে যাত্রীবাহী বাসে আসে মাদকের চালান। চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয় চারজন মাদক কারবারি। এদের মধ্যে দুজন নারী রয়েছে।
তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামস্থ মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার চারজন মাদক কারবারি- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার গোরক মন্ডপ এলাকার আকুল মিয়া (৩৪), নজরুল ইসলাম নজু (৩৫), বছিনা বেগম (৫২) এবং রুবিনা খাতুন (৩৫)। তারা অভিনব কৌশলে দীর্ঘদিন মাদকের চালান পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।