সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সোনাতলায় সান্তাহার-লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার সোনাতলা পৌর এলাকার ছয়ঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মা রনি বেগম (৩০) ও তার ছেলে আরাফাত (৮)। নিহত রনি বেগমের বাড়ী সোনাতলা উপজেলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জের দোয়াইল এলাকায়।
জানা গেছে, সকালে রনি বেগম তার ছেলে আরাফাতকে নিয়ে সোনাতলা যান। পরে ট্রেন আসার কিছুক্ষণ আগে তারা রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানকার স্থানীয় এক ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন।
তবে এর মধ্যে ট্রেন চলে এসে মা ছেলেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় যে ব্যক্তি তাদেরকে রেল লাইন থেকে সরানোর চেষ্টা করছিলেন তিনিও আহত হন। তবে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান। তিনি বলেন, জানতে পেরেছি নিহত রনি বেগম তার ছেলেকে নিয়ে রেল লাইনের ধার দিয়ে যাচ্ছিলেন। কিন্তু এর মধ্যে ট্রেন চলে আসে। ঘন কুয়াশা থাকায় তারা হয়তো বুঝতে পারেনি। এ কারণে ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।