২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :

“হাতে রাখি হাত, শীতার্তরা পাক উষ্ণতা—শীতের প্রতিটি রাতে।”
এই মানবিক বার্তাকে সামনে রেখে খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে পুনাক সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরীর উপস্থিতিতে প্রায় দেড় শতাধিক গরিব, অসহায়, দুঃস্থ ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় পুনাক সভানেত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের এই প্রচণ্ড শীতে অনেক মানুষ কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছেন। পুনাকের পক্ষ থেকে দেওয়া এই সামান্য উপহার আপনাদের শীত নিবারণে কিছুটা হলেও সহায়ক হবে।

মানুষের মৌলিক অধিকার ভোগ করার অধিকার সবারই রয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সবসময় মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণকালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ পুনাকের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top