মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
(২৮ ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায়, নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড়ে “মেসার্স বছির ইলেকট্রনিক্স” শোরুমে অনুষ্ঠিত হলো ‘মার্সেল স্মার্ট অফার সিজন-২৩’ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মার্সেল ইলেকট্রনিক্সের বিভিন্ন পণ্য বিক্রয়কারী এ শোরুমে ফ্রিজ ক্রয়ের মাধ্যমে স্মার্ট অফারে ফ্রিজ বিজয়ী হন মোঃ ইমন প্রাং। তিনি গুরুদাসপুর উপজেলার খুবজিপুর চরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ বাবু প্রাং এর পুত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় অভিনেতা ও মার্সেল এক্সিকিউটিভ ডিরেক্টর, ইরফান সাজ্জাদ।
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক ও শোরুমের স্বত্বাধিকারী প্রোঃ আবু তাহের শাহীন বলেন, “গ্রাহকের আস্থা ও ভালোবাসাই আমাদের শক্তি। সর্বোচ্চ মানের পণ্য ও সর্বোত্তম সেবা দিয়ে আমরা গ্রাহকদের সন্তুষ্ট রাখতে কাজ করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, মার্সেলের হেড অব সেলস, কুদরাত-ই-খুদা সফওয়ান, ব্র্যান্ড ম্যানেজার, উদ্দাম হোসেন মৃধা, ডিভিশনাল ম্যানেজার, মাহাবুবুল আলম এবং রিজিওনাল ম্যানেজার, সুরাজ মজুমদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রাহকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে মার্সেল পণ্যের বিক্রয় ও সেবা বিস্তারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।