মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যারকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে হাদীর নিচ জন্মভূমি ঝালকাঠির নলছিটিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও ছাত্র-জনতা।
রবিবার (২৮শে ডিসেম্বর ) বিকেল ৩টায় থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত প্রায় দেড় ঘন্টা নলছিটির দপদপিয়া জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। এতে করে দক্ষিণ অঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ছাত্র জনতা ও এলাকাবাসী অবরোধ তুলে নিলে দেড় ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। ছাত্র জনতারা বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আমরা পরবর্তী কর্মসূচি পালন করব।