মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নির্বাচন কমিশনের সকল আচরণ বিধি মেনে আজ (২৯ ডিসেম্বর) রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, নাটোর – ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ ইসাহক আলী, সাবেক মেয়র বড়াইগ্রাম পৌরসভা, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ মশিউর রহমান বাবলু, সদস্য, নাটোর জেলা বিএনপি ও সাবেক পৌর মেয়র গুরুদাসপুর পৌরসভা, আলহাজ্ব মোঃ দুলাল সরকার, আহবায়ক, গুরুদাসপুর পৌর বিএনপি।