২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দিলেন  সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সহকারী রিটার্নিং অফিসার আশিক আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় এবং এ সময় নির্বাচন কার্যালয়ে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করে।

মনোনয়নপত্র জমা শেষে ড. মাওলানা কেরামত আলী বলেন, “আল্লাহর উপর ভরসা রেখে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি।”

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে এ আসনে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top