২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ফিলিপাইন, কালো জাতের আখ চাষির মুখে হাসি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফিলিপাইন কালো উন্নত জাতের বেগুনি রঙের আখ চাষি কৃষকের মুখে হাসি ফুটে উঠছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বহরপুর ইউনিয়নের সমষপুর গ্রামের মৃত মালেক শেখের ছেলে কৃষক ফরিদ শেখ সর জমিনে গেলে জানান, আমি বেশ কয়েক বছর ধরে উন্নত জাতের কালো রঙের ফিলিপাইন আখ রোপন করে লাভবান হয়েছি।

এক বছর পূর্বে উচু দোঁয়াশ মাটিতে আখের বীজ সংগ্রহ করে ৪৪ শতক জমিতে পিলি করে আখের চাষ করি। সার, ঔযুধ পরিচর্যা করতে খরচ হয় প্রায় ৬০-হাজার টাকা। রোপনের পর আখের বীজ গুলো ধীরে ধীরে গজিয়ে বড় হয়ে ১০ থেকে ১২ ফুট লম্বা হয়ে উঠলে। আমি ২-মাস পূর্বে হতে বালিয়াকান্দি, বহরপুর, আড়কান্দি, জামালপুর সহ বিভিন্ন হাট বাজারে প্রতিটি আখ ৫০ থেকে ৮০ টাকায় বিক্রয় করছি। আমি আশা করছি এবার প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা বিক্রয় করতে পারবো।

উপজেলার যদুপুর গ্রামের সত্তার শেখের ছেলে কৃষক রাশেদ জানান, উপজেলার অনেক কৃষকই আখ রোপন করেন, তার মধ্যে রয়েছে গেন্ডারী,হুলেজাবা, ফিলিপাইন কালো রঙের উন্নত জাত ও মধুখালী মিলের আওতায় বিভিন্ন জাতের আখ। আমি এ বছরে উচু জমিতে ফিলিপাইন জাতের ৩৩ শতক জমিতে আখ রোপন করে ছিলাম বিক্রয় করছি এবং লাভবান হচ্ছি।

একই গ্রামের কৃষক আয়নাল উদ্দীন জানান, আখের মধ্যে কালো রঙের আখের বীজ নারুয়া ইউনিয়নের এক কৃষকের নিকট হতে সংগ্রহ করে আমার জমিতে রোপন করি। এই আখ যেমন খেতে নরম ও সুসাধু লাগে তাই এই আখের চাহিদা দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, আখের মধ্যে বিভিন্ন জাতের আখ রয়েছে, তার মধ্যে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের আখের চাষ করছে গেন্ডারি, হোলেজাবা,মিলের আখ ও ফিলিপাইন উন্নত জাতের বেগুনি রঙের আখ। ফিলিপাইন আখ খেতে অনেক নরম ও সুসাধু এই আখের চাষ বহরপুর, জামালপুর ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের কৃষকেরা প্রায় ৫০ হেক্টর ও গেন্ডারী ২০ হেক্টর জমিতে চাষ করেছেন। তার মধ্যে ২৫ হেক্টর ফিলিপাইন আখ ও ১০ হেক্টর গেন্ডারী কর্তন করেছেন কৃষকেরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top