নিজস্ব প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় ভোটার স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন করেছেন ডা. তাসনিম জারা। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে বলে তার সংশ্লিষ্ট টিম জানায়।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে নির্বাচনি এলাকার মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর দাখিল করতে হয়। সে অনুযায়ী ঢাকা-৯ আসনে তাসনিম জারার জন্য ন্যূনতম ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল। রোববার থেকে খিলগাঁও ও বাসাবো এলাকায় বুথ স্থাপন করে স্বাক্ষর সংগ্রহ শুরু করা হয় এবং সোমবার দুপুরের মধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর সংগ্রহ সম্ভব হয়।
পরে সংগৃহীত স্বাক্ষরসমূহ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন তিনি।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে এনসিপির জোটগঠনের পর দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন ডা. তাসনিম জারা।