রিফাজ বিশ্বাস লালন,ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনা-৪ ( ঈশ্বরদী- আটঘরিয়া) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আনোয়ার শাহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
২৮ ডিসেম্বর (রবিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. শামসুন্নাহার ভূইয়ার হাত থেকে মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ার শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, মাওলানা আব্দুল জলিল, জিয়াউর ইসলাম জিয়া প্রমূখ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃংখল রাজনৈতিক দল। অতীতে যে কয়টি নির্বাচনে আমরা অংশ নিয়েছি সাধারণ ভোটাররা আমাদের স্বাগতম জানিয়েছে। ঈশ্বরদী একটি শিল্প ও বাণিজ্যিক নগরী এখানে যেন কোন প্রকার দুর্নীতি না হয় এবং জনগণের কাজে আসে সেদিকে আমাদের দৃষ্টি থাকবে।
ঈশ্বরদী আটঘরিয়াকে একটি দুর্নীতি মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করছি। দেশের অন্যান্য জায়গার শিল্প নগরীর মতো নিয়ম মেনে চলার চেষ্টা করাবো। গত তিন চার মাস ধরে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। তাদের থেকে সাড়া পেয়েছি। আমরা আশা পোষণ করছি এই আসনে আমাদের প্রার্থীর বিজয় হবে।