১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

ফটোকপি মনোনয়নপত্রের অভিযোগে দাঁড়িপাল্লা ও হাতপাখা প্রার্থীদের জরুরি সংবাদ সম্মেলন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নীলফামারী-০২ (সদর) আসনে বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ফটোকপি মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে দাঁড়িপাল্লা ও হাতপাখা মার্কারের প্রার্থীরা সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে জরুরি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ অভিযোগ করেন, “বিষয়টি সম্পূর্ণ আইনবিরোধী। মনোনয়নপত্র জমার শেষ সময় সন্ধ্যা ৬টা পার হলেও ধানের শীষের প্রার্থী এখনো মূল কপি জমা দিতে পারেননি। তারপরও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করেছেন।”

তিনি আরও বলেন, “ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি। বরং নীরব থেকেছেন। প্রশাসনের একপাক্ষিক এ আচরণে আমরা লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে দরখাস্ত জমা দিয়েছি।”

হাতপাখা মার্কার প্রার্থী অ্যাডভোকেট হাছিদুল ইসলাম বলেন, “আমরা দুজনই আইনজীবী এবং প্রার্থী হিসেবে জানি, রিটার্নিং কর্মকর্তার ফটোকপি মনোনয়নপত্র গ্রহণ করার কোনো আইনি ক্ষমতা নেই। দ্রুত এই মনোনয়ন বাতিল করতে হবে। তা না হলে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। প্রশাসনের এমন অবস্থা দেখে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

সংবাদ সম্মেলনে উভয় প্রার্থী প্রশাসনের একপক্ষীয় আচরণের বিরুদ্ধে তাদের অসন্তোষ ও আইনি পদক্ষেপের ইঙ্গিত দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top