১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম,এম,রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে ছয়জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উজিরপুর উপজেলা চত্বরে ছিল উৎসবের আমেজ ও রাজনৈতিক সরবতা।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নয় প্রার্থী প্রার্থীরা উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন রুমি উপস্থিত ছিলেন।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, মোট ১১টি মনোনয়ন পত্র ক্রয় করা হয় এর মধ্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ দিনে তিনি মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন,
গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত বাড়ৈ,
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী মোঃ তারিকুল ইসলাম,
এবং খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে প্রার্থীদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো উপজেলা চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচনী তথ্য অনুযায়ী, উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ২১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ১৮৫ জন, নারী ভোটার ১ লক্ষ ১৬ হাজার ২৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৪টি।
অপরদিকে বানারীপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৫৬৮ জন, যেখানে পুরুষ ভোটার ৭৪ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ৭২ হাজার ৬৪৫ জন। সেখানে মোট ভোটকেন্দ্র ৫৬টি।
দুই উপজেলা মিলিয়ে বরিশাল-২ আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৭৮৫ জন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত সব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top