১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

উৎসবমুখর পরিবেশে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী। সোমবার ( ২৯ ডিসেম্বর) গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৃথক পৃথকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন বিএনপির প্রার্থী মো. আব্দুল আজিজ ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হাকিম।

মনোনয়ন পত্র গ্রহণ করেন নির্বাচনী রিটানিং কর্মকর্তা ( ইউ এন ও) ফাহমিদা আফরোজ। সকাল ১১টার দিকে মনোনয়ন পত্র দাাখিল করেন বিএনপির মনোনিত প্রার্থী। অপর দিকে বিকাল ৩ টার দিকে বড়াইগ্রাম উপজেলায় মনোনয়নপত্র দাখিলের পর গুরুদাসপুর উপজেলায় মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেন জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী। মনোনয়নপত্র জমাদানে বিএনপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি মো. ওমর আলী শেখ, সদস্য সচিব মো. আমজাদ হোসেন, উপদেষ্টা মো.মশিউর রহমান বাবলু ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, সদস্য আবু সুফী সাঈদ।

অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা জামায়াতে আমির আব্দুল আলিম, জেলা জামায়াতের সদস্য আব্দুল খালেক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা জামায়াতে আমির হাবিবুর রহমান, পৌর আমির আলমগীর হোসেন।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মওলানা মো. এমদাদুল্লাহ তাঁর মনোনয়ন পত্র জমা দেন গুরুদাসপুর উপজেলায় আর বড়াইগ্রামে উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পাটির প্রার্থী এম ইউসুফ আহমেদ।

তবে নাটোর-৪ আসনে বিএনপি থেকে ৩ জন জামায়াতে ইসলামী থেকে ১ জন, জাপা থেকে ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দল থেকে ১ জন, এবি পাটি থেকে ১ জন সর্বমোট ৭টি মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top