১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়া,চাটমোহর ও ফরিদপুর পাবনা-৩ আসনে সাত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাবনা-৩ আসনে বিএনপি,জামায়াত, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে তারা তাদের সহ সহ উপজেলার রিটার্নিং অফিসার ও সহকারী রির্টানিং অফিস থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিন বেলা ১২ টার সময় পাবনা -৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি,র মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। এরপর একই আসনে জামায়াতের প্রার্থী ও দলটির সহকারী তারবিয়ত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আলী আছগর মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম,গণঅধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল খালেক,জাতীয় পার্টির মীর নাদিম ডাবলু,গণফোরামের সরদার আশা পারভেজ এসকল প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের নিকট ফরম বিতরণ শুরুর পর থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top