১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার মৃত্যু রাজবাড়ীতে শাক বই স্বাক্ষর কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে রাজবাড়ীতে শোক বই স্বাক্ষর কর্মসূচি পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ শোক বইতে স্বাক্ষর করেন।

এরপর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম মিয়া সহ নেতাকর্মীরা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এরআগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও বেহস্ত নসিব কামনা করে দোয়া মোনাজাত করেন নেতাকর্মীরা।

এ সময় রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম মিয়া, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারন সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top