মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আবেগাপ্লুত কন্ঠে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি ও বেহস্ত নসিব কামনা করে বলেন, রাজবাড়ীতে আমন্ত্রণ জানালেই তিনি এসেছেন। ব্যাক্তিগত ভাবে তিনি আমাকে স্নেহ করার পাশাপাশি রাজবাড়ীসহ সারাদেশের জনগণকে ভালবেসেছেন। আমরা সেটা অনূভব করেছি। আজ তিনি চলে গেলেন। এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে মহা শূন্যতা তৈরি হলেও আশা করছি দেশনেতা তারেক রহমান তা পূরণ করবেন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে মহিমা তা চির স্মরনীয় হয়ে থাকবে এবং সেই মহিমা পূরণ হবার নয়। আশা করছি তার মহিমায় বিভেদ ভুলে দেশ সামনে এগিয়ে যাবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শেখ হাসিনার নির্মম প্রতিহিংসার কারণে মমতাময়ী মা খালেদা জিয়াকে কারাগারে থাকতে হয়েছে। তিনি দীর্ঘ অসুস্থ্য থাকার পর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন। বাংলাদেশের এই অবিসংবেদিত ও সর্বকালের মহীয়সী নেত্রী, যিনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের জন্য আজীবন লড়াই করেছেন। এক মুহুর্তের জন্যেও তিনি প্রতিক্রিয়াশীলদের সাথে আপোষ করেন নাই। সেই মহান নেত্রী আজ আমাদের ছেড়ে চলে গেলেন। তার জন্য আমরা সবাই দোয়া করব।
তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী কর্মসূচির আলোকে শোক পালন করা হবে। আজ সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান হচ্ছে। সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এছাড়া কালো ব্যাজ ধারন ও দলীয় কার্যালয়ে অর্ধনমিত ভাবে পতাকা উত্তোলন করেছি।
এদিকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুর খবরে সকাল থেকেই রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
বেলা ১১টার দিকে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে সবাই ছিলেন বাকরুদ্ধ । এরআগে সকাল থেকে দলীয় কার্যালয়ে শুরু হয়েছে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠান।