১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

নেশাখোর ও নেশা দ্রব্য ব্যবসায়ীদের থাকতে হবে জেলে — মাওলানা সাইফুল্লাহ প্রধান

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা মনোহরদীতে ৩০ ডিসেম্বর রাতে লাইভে এসে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ সাইফুল্লাহ প্রধান নেশা ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

লাইভ বক্তব্যে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এলাকার মধ্যে যারা নেশা করবে এবং যারা নেশাজাত দ্রব্য বিক্রি করবে—তাদের জন্য কোনো ছাড় নেই। এদের স্থান সমাজে নয়, জেলখানায়। মাদকসেবন ও মাদক ব্যবসার মাধ্যমে যারা যুবসমাজকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণই হবে একমাত্র পথ।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে প্রথমে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে মনোহরদী–বেলাবকে নেশামুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

লাইভে দেওয়া এই বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং অনেকেই নেশাবিরোধী এই অবস্থানকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top