সুমাইয়া খাতুন – ঢাকা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১ থেকে ১০ নম্বর আসনে তরুণ প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে। নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়া এসব তরুণ নেতৃত্ব জনগণের মাঝে পরিবর্তনের প্রত্যাশা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারুণ্যের এই অংশগ্রহণ আগামী সংসদের চিত্র ও প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
গতানুগতিক রাজনৈতিক ধারা পরিবর্তন করে ভিন্নভাবে দেশ পরিচালনার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে তরুণরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP), গণঅধিকার পরিষদ (GOP) ও জাতীয় নাগরিক পার্টি (NCP) এবারের নির্বাচনে তরুণদের সামনে এনে নতুন চমক দিতে চায়। জনপ্রিয় ও সংগ্রামী একাধিক নেতৃত্বের উত্থান এবারের নির্বাচনের অন্যতম আকর্ষণ হয়ে উঠছে।
ঢাকা-৩ আসনে গণঅধিকার পরিষদ (GOP)-এর মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ নেতা সাজ্জাদ আল ইসলাম। কেরানীগঞ্জ এলাকায় তরুণ ভোটারদের মাঝে তিনি ইতোমধ্যে আলোচনায় এসেছেন।
ঢাকা-৫ আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে শাপলা কলি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম শাহরিয়ার। একই আসনে গণঅধিকার পরিষদ (GOP) থেকে মনোনয়ন পেয়েছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম।
ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি গণঅধিকার পরিষদ (GOP) থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. ফারুক ইসলাম।
ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে গণঅধিকার পরিষদ (GOP) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেঘনা আলম।
অন্যদিকে, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন ডা. তাসনিম জারা।
রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, রাজধানীর এসব আসনে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করবে এবং জনগণের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা আরও জোরদার করবে।