১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়নপত্র দাখিল

রিফাজ বিশ্বাস লালন,ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

ঈশ্বরদীতে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শামসুন্নাহার ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আক্কাস আলী খান মেম্বার, আটঘরিয়ার বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃংখল দল। ঈশ্বরদী আটঘরিয়ার আসলটি দীর্ঘদিন ধরে বিএনপির হাতছাড়া ছিল। এবার বিজয় করতে হলে জননেতা জাকারিয়া পিন্টুকে পুনবিবেচনা করে মনোনীত প্রদান করতে হবে। জাকারিয়া পিন্টুই এই আসনটি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ফিরিয়ে আনতে পারে।
তৃণমূল বিএনপির মতামতকে ভিত্তিতে জাকারিয়া পিন্টু আজ স্বতন্ত্র প্রার্থী হতে বাধ্য হয়েছে। এই অঞ্চলের নেতাকর্মীরা জাকারিয়া পিন্টুর মাধ্যমে ঈশ্বরদী আটঘরিয়া আসনটি পুনরুদ্ধার করতে চান। জাকারিয়া পিন্টু ছাড়া এই আসনটি পুনরুদ্ধার অসম্ভব।

বক্তার আরো বলেন, জাকারিয়া পিন্টুর দীর্ঘ ১৭ বছর আপদে-বিপদে তাদের পাশে থেকেছেন। রাজপথে নেতৃত্ব দিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় ফাঁসির আসামি হয়ে জেলখানাতে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করেছেন। আজকে যিনি ধানের শীষের মনোনয়ন পেয়েছেন আজ পর্যন্ত তারা মাঠ জমিয়ে উঠতে পারেননি। একমাত্র জাকারিয়া পিন্টুই ধানের শীষের নির্বাচন করে বিপুল ভোটে জয়যুক্ত করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, আব্দুল্লাহ আল ওমর খান সুমার,
সাবেক সাংগঠনিক  সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, পৌর তাঁতি দলের সভাপতি খন্দকার আমিরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বনিক  সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুর রহমান সোনামণিসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top