মো: জোবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
দেশের অন্যতম বৃহত্তম দ্বীনি শিক্ষা বোর্ড ‘ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নূরানী সনদ পরীক্ষার ফলাফল এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ-এর সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা হারুন রশিদ।
তিনি তাঁর বক্তব্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নূরানী পদ্ধতি অত্যন্ত কার্যকর। শিক্ষার্থীদের এই সাফল্য আগামী দিনে তাদের দ্বীনি শিক্ষার পথকে আরও সুগম করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফলাফল ঘোষণা ও পরিসংখ্যান তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই। তিনি জানান, এবারের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অত্যন্ত সন্তোষজনক।
অনুষ্ঠানটি এক আনন্দঘন ও জমকালো পরিবেশে সম্পন্ন হয়। বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষকবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।