মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
সোমবার বেলা ১১টা ৩০মিনিটে নকলা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এ সভায় তিনি বলেন, নির্বাচিত হলে তিনি নিজেকে কোনো ক্ষমতাধর জনপ্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের একজন সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তাঁর নির্বাচনী পরিকল্পনা, ভবিষ্যৎ ভাবনা এবং নকলা–নালিতাবাড়ী এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, বেকারত্ব দূরীকরণ, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে তাঁর রাজনীতির মূল অগ্রাধিকার।
বিশেষভাবে তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” তিনি আশ্বাস দেন, প্রশিক্ষণ, শিল্পায়নের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানকে বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের ব্যবহার করে পরিচালিত মাদক ব্যবসা সমাজের জন্য মারাত্মক হুমকি। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে নালিতাবাড়ী ও নকলা অঞ্চলে বালু ও পাথর নিয়ে চলমান সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে তিনি আপসহীন অবস্থানের কথা জানান।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নারী উদ্যোক্তা তৈরির কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নারীদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি তাঁর মরহুম বাবার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সীমান্তবর্তী বনাঞ্চলে হাতি–মানুষের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি পুরনো ও জটিল সমস্যা। আধুনিক ও টেকসই পরিকল্পনার মাধ্যমে মানুষ ও বন্যপ্রাণী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ক্ষমতার মোহে নয়, জনগণের খেদমত করতেই তিনি রাজনীতিতে এসেছেন এবং সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকতে চান। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।