মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
খালেদা জিয়ার সবচেয়ে কঠিন সময়েও যিনি পাশে ছিলেন, শেষ নিশ্বাস পর্যন্ত যিনি দায়িত্ব আর ভালোবাসা থেকে এক পা পিছিয়ে যাননি, তিনি এই ফাতেমা বেগম। কারাবাসের দীর্ঘ বছরে খালেদা জিয়ার সঙ্গে একই কক্ষে বন্দি থেকেছেন তিনি। খালেদা জিয়া বহুবার অনুরোধ করলেও জেল ছেড়ে যেতে রাজি হননি। সিদ্ধান্তে ছিলেন অটল।
অনেকে হয়তো বলবেন, তিনি টাকার লোভে ছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে বড় অঙ্কের বেতন ও সুযোগের প্রস্তাব দেওয়া হয়েছিল, শর্ত ছিল একটাই, খালেদা জিয়াকে ছেড়ে দিতে হবে। ফাতেমা বেগম সেই সব প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। কারণ খালেদা জিয়া তার কাছে শুধু একজন নেত্রী নন, পরিবারের একজন সদস্যের মতো।
এই নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ আর বিশ্বস্ততার জন্যই ফাতেমা বেগম জিয়া পরিবারের আপনজন হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। রাজনীতির হিসাব-নিকাশের বাইরে দাঁড়িয়ে তিনি দেখিয়ে গেছেন, সম্পর্ক আর মানবিকতার মূল্য কতটা গভীর হতে পারে।
আমাদের চারপাশেও এমন অনেক ফাতেমা বেগম আছেন। যারা স্বীকৃতি বা বড় কিছু চান না। একটু সম্মান আর আন্তরিক ভালোবাসা পেলেই আজীবন পাশে থাকার মানুষ হয়ে ওঠেন। তাদের চিনে নেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব।