মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াই টায় রাজবাড়ী সদর উপজেলার সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির।
জানা যায়, খানখানাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক দলের নেতা কাজী শামসুদ্দিন, সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমান।
গায়েবানা জানাজার উদ্যোক্তা বিএনপি নেতা ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম ইকবাল হোসেন বলেন, আমি চাইলে ঢাকায় জানাজায় অংশ নিতে পারতাম। তবে ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এখানে জানাজার আয়োজন করেছি। কয়েক হাজার মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন, এটাই আমাদের বড় প্রাপ্তি।
তিনি বলেন, একজন মানুষের প্রতি এতো ভালোবাসা থাকে, তা বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা প্রমান করেছে। আমরা তার বেহেস্ত নসিব কামনা করছি।