মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকের এক্সেল ভেঙ্গে যাত্রী বোঝাই নসিমনকে ধাক্কা দেয়। এতে আলমাস আলী (৩৫) নামে এক যাত্রী ট্রাকের চাকার নিচে পড়ে। তাকে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ ৪ঘন্টা চেষ্টার পর মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার বাসিন্দা। এসময় গোয়ালন্দ উপজেলার ছব্দুল খা পাড়ার আক্কাস আলীর ছেলে রিয়াদ (১৩), মেয়ে আকলিমা (১৭), আলমাসের স্ত্রী লিজা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন (১১), দুলুর ছেলে সিয়াম (১২), স্ত্রী কমেলা বেগম (৪৬), করিমের ছেলে আক্কাস (৩৫), রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বসুপাড়া গ্রামের বশির মল্লিকের ছেলে জামিরুল (৪৫) আহত হয়েছে। আহতদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নাটোরের লালপুরের কারি নুরুল ইসলামের ছেলে নসিমন চালক মুকুল বলেন, আনোয়ার সিমেন্ট বোঝাই ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। আমরা নাটোর থেকে নসিমন যোগে আলমাস আলীর পরিবার পরিজন নিয়ে গোয়ালন্দ আত্বীয় বাড়ীতে যাচ্ছিলাম। পথে কালুখালীর সাইনবোর্ডের সামনে ট্রাকের এক্সেল ভেঙ্গে নসিমনকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রাকের এক্সেল ভেঙ্গে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী আহত হওয়াসহ আলমাস আলী নামে একজন ট্রাকের চাকার নিচে পড়ে। পরে ট্রাকের সিমেন্ট সরিয়ে প্রায় ৪ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদেরকে রাজবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।