মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
আগামী ৬ মাসের জন্য মোঃ রাশিদুল ইসলাম রাশেদকে আহ্বায়ক ও আবু রায়হান রাফিকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার ৯৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মূখ্য সমন্ময়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত প্যাডে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদিত হলো। কমিটিতে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ১২ জন, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব ১১ জন, মূখ্য সংগঠক, সিনিয়র মূখ্য সংগঠক ৩ জন, যুগ্ম মূখ্য সংগঠক ৪ জন, সংগঠক ২৫ জন, ম্খুপাত্র, সিনিয়র সহ মুখপাত্র, সহ মুখপাত্র ১৩ ও সদস্য ২৪ জন।
রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম রাশেদ বলেন, তাকে আহ্বায়ক করে রাতে ৯৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা ও কর্মসূচির আলোকে তাদের কর্মকান্ড পরিচালিত হবে। তবে সর্বক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।