মোঃ নাঈম ইসলাম, নাটোর (গুরুদাসপুর) প্রতিনিধি:
ঢাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরপরই নাটোরের গুরুদাসপুরে তাঁর গায়েবানা জানাজা নামাজ আদায় করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার চাঁচকৈড় পুরান পাড়ায় পৌর যুবদলের কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর পৌর যুবদলের ১ নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন হাসানের উদ্যোগে এ জানাজার আয়োজন করা হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাইদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মো. রফিকুল ইসলাম, শহর ছাত্রদলের সদস্য, তাহসিন রহমান মিহাল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি, মামুন হোসেন, সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন এবং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাকিবুর রহমান শান্ত সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গায়েবানা জানাজায় অংশ নেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।