১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদীতে মানবতার মা আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আছর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে একযোগে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল এলাকায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অনুসারীদের উদ্যোগে, নতুন হাট মোড় গোলচত্বরে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের অনুসারীদের, দাশুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং পাকশীর দিয়াড় বাঘইল ঈদগাহ মাঠসহ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ স্থানে জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় নেতাকর্মীরা খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top