২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালাতেও শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শিক্ষিত জাতিই উন্নত দেশের প্রধান চালিকাশক্তি—এই লক্ষ্যকে সামনে রেখে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
পহেলা জানুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১০টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দিত হয়।
বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান। তিনি বলেন,
বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে ভালো লাগছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে, যা তাদের পড়াশোনার আগ্রহ বাড়াতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সময়মতো পাঠ্যবই বিতরণ শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top