২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। বগুড়া শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওসি আরো জানান দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top