২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

শেরপুরের কৃতী সন্তান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের কৃতী সন্তান এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম ৩০ সেপ্টেম্বর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সুবিপ্রবির উপাচার্যকে বিষয়টি অবহিত করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

অধ্যাপক নিজাম উদ্দিন শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের মরহুম শামসুল হক ও নাজনীনা হকের ছেলে। তিনি দেশের একজন স্বনামধন্য শিক্ষাবিদ ও গবেষক। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও এমএসসি, বুয়েট হতে এমফিল এবং জাপান হতে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল ফেলো/ভিজিটিং প্রফেসর হিসাবে কাজ করেন।

উল্লেখ্য, নিজাম উদ্দিন ২০২৪ সালের ১৯ ডিসেম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি সুবিপ্রবির ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IQAC-র সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে খণ্ডকালীন সদস্য মনোনীত করায় ইউজিসি কর্তৃপক্ষকে হাওড় অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত সুবিপ্রবির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য ড. নিজাম উদ্দিন।
উপাচার্য নিজাম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়া অত্যন্ত সম্মানের এবং এই অর্জন শুধু আমার একার নয়, এই অর্জন সুবিপ্রবি পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর অর্জন বলেই আমি মনে করি। আমি আমার দীর্ঘদিনের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করবো।’

তিনি মনে করেন, তাঁর এই সম্মানজনক পদায়ন বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক এক্রিডেশন পেতে ইউজিসির মাধ্যমে তিনি জোরালো ভুমিকা রাখতে সক্ষম হবেন।
এদিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হওয়ায় সুবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তাঁরা আশা প্রকাশ করেছেন, অধ্যাপক নিজাম উদ্দিনের জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top