২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় এসআইয়ের মৃত্যু

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ লাইনে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন। তার নাম আব্দুল আলীম (৫০)।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার পুলিশ লাইনের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল আলীম সেখানে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলছিলেন। খেলার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল আলীম পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বন্দের আলীর ছেলে। ওসি আরও জানান, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top