মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা এবং পুলিশি কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলা পুলিশের সদর সার্কেল অফিস, শেরপুর শহর পুলিশ ফাঁড়ি, গৌরীপুর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক অফিস আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ পরিদর্শনে পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট ইউনিটগুলোর কম্পাউন্ড, ব্যারাক, সেরেস্তা, দাপ্তরিক নথিপত্র, দায়িত্বরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং জননিরাপত্তায় গৃহীত পদক্ষেপ সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সকলকে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা, টিআই (এডমিন) জনাব মোঃ মমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ইউনিটে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।