মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার ,শ্রীবরদী উপজেলাধীন ৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চেংগুরতাইর গ্ৰামে ৪০ শতক খাস জমির সন্ধান পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত জমিটির নিজস্ব কোন ডকুমেন্ট দলিল নেই। এই জমিটি একেকবার একেকজন ব্যক্তি দখল করে। জমিটির ডকুমেন্ট না থাকায় একেকবার একেকজন ব্যক্তি জমিটি দখল করতে গেলে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
স্থানীয় ব্যক্তিবর্গ বলেন, এই জমিটি কয়েক বছর মরহুম আবুল মিয়ার ছেলে হামিদ মিয়া চাষাবাদ করে। তারপর উক্ত জমিটি মোঃ শাহিদ ও তার ছেলে সুলাইমান দখল করে নেয়। দখল করার সময় তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
স্থানীয়দের আরও বলেন যে, যেহেতু এই জমিটির কোন ডকুমেন্ট নেই তাহলে তো এই জমিটির মালিক সরকার। প্রশাসনের লোকজন কি এসব দেখে না,তাদের তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তাহলে তো গ্ৰামের দ্বন্দ্ব কোলহ টা মিটে যায়।
উক্ত বিষয়টি শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মিজ মনীষা আহমেদ কে জানালে তিনি বলেন, তিনি এ বিষয়ে অবগত আছেন এবং শ্রীঘ্রই আইনগত ব্যবস্থা নিবেন।