নিজস্ব প্রতিনিধি:
বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি দলিলে স্বাক্ষরের তারিখে গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
এদিন একই আসনে জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল করা হয়। জুলাই আন্দোলনে হামলার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যাচাই–বাছাই শেষে বগুড়া–২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
মীর শাহে আলম (বিএনপি),
মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
ও মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মোট সাতজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ছাড়াও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।