২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

বগুড়া–২ আসনে মান্নার মনোনয়ন বাতিল, যাচাইয়ে বৈধ তিন প্রার্থী

নিজস্ব প্রতিনিধি:

বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর ইসলাম।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি দলিলে স্বাক্ষরের তারিখে গরমিল পাওয়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

এদিন একই আসনে জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নও বাতিল করা হয়। জুলাই আন্দোলনে হামলার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

যাচাই–বাছাই শেষে বগুড়া–২ আসনে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—
মীর শাহে আলম (বিএনপি),
মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (বাংলাদেশ জামায়াতে ইসলামী),
ও মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

মোট সাতজন প্রার্থী এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ছাড়াও গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার এবং স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top