মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা কারাগারের সামনে পূর্বশত্রুতার জের ধরে জামিনে মুক্তি পাওয়া নয়ন মন্ডল নামে এক যুবককে লক্ষ করে গুলি করেছে দুর্বৃত্তরা। নয়ন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় মারধর ও ছুরিকাঘাতে আলমগীর ও শাকিব নামে দুইজন সামান্য আহত হয়।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার জেলা কারাগারের গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী শিমুল ও সাব্বিরের নেতৃত্বে অজ্ঞাত ৮-১০ জন যুবক কারাগার থেকে জামিনে মুক্ত গঙ্গাপ্রসাদপুর গ্রামের দারোগ আলী মন্ডলের ছেলে নয়ন মন্ডলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়ে। গোলাগুলির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে সদর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।
নয়ন মন্ডল বলেন, আমি গেইটের বাইরে আসার আগেই ওরা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি না লাগলেও আলমগীর ও শাকিবকে মারধর ও ছুরিকাঘাত করে। তারা দুজনই সামান্য আহত হয়। আমি এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।