২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর গোয়ালন্দে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় সংঘটিত মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাদ্দাম প্রামানিক (৩৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাপীড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

গ্রেপ্তার সাদ্দাম প্রামানিক জেলার গোয়ালন্দ উপজেলায় পশ্চিম উজান চর গ্রামের মোঃ মুজাই ওরফে মোজাফ্ফর প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) র‍্যাব -১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে র‌্যাব-১১ এর সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কুশখালী এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম প্রামানিককে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ ডিসেম্বর বিকেলে ভিকটিমের (১৪) বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি গোপনে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভিকটিমের নানী রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

মামলা নং–১৭, তারিখ–২৬ ডিসেম্বর ২০২৫; ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রুজু হয়।

র‍্যাব আরোও জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top