২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে অযোগ্য ঘোষণার দাবি মঞ্চ–২৪-এর

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে মঞ্চ–২৪। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির ২২৪টি আসনে মনোনয়নপত্র দাখিলের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ বছর দেশে আওয়ামী লীগ এককভাবে নয়, বরং জাতীয় পার্টিসহ জোটগতভাবে ‘বাকশালী ও ফাসিবাদী’ শাসন কায়েম করেছে—এ অভিযোগ থেকে জাতীয় পার্টিও দায় এড়াতে পারে না। বিচার ও জবাবদিহির প্রশ্নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ফাহিম ফারুকী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি এখনো সক্রিয় থাকছে, যা জুলাই–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষায়, জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পেতে পারে না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিগত বিভিন্ন ‘প্রহসনের নির্বাচনে’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমান ভূমিকা রেখেছে। জুলাই গণআন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাতেও জাতীয় পার্টির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে দাবি করেন তিনি।

মঞ্চ–২৪ জানায়, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগীদের বিরুদ্ধে সরকারের কাছে ইতোমধ্যে দু’টি উকিল নোটিশ পাঠানো হয়েছে। সংগঠনটির দাবি, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিয়ে এসব দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

হুঁশিয়ারি দিয়ে ফাহিম ফারুকী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে জুলাই গণআন্দোলনের সব স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে ইসি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও জানান, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে ছাত্র–জনতাকে নিয়ে দলটির বিরুদ্ধেও কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top