২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

৫৯ বিজিবি’র অভিযানে মোটরসাইকেলসহ ৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারকারীরা নানামুখী অভিনব কৌশল অবলম্বন করলেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সতর্ক নজরদারির কারণে এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ০২ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে মোটরসাইকেলযোগে মাদক পাচারের একটি প্রচেষ্টা নস্যাৎ করে দেয় ৫৯ বিজিবি’র একটি চৌকস টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাটুলপাড়া গ্রামের পাকা রাস্তার পাশে অবস্থান নেয়।

এ সময় চকপাড়া থেকে বাটুলপাড়া হয়ে সোনাপুর বারিকবাজারের দিকে যাওয়ার পথে অজ্ঞাত দুইজন মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে প্রায় ৫০ গজ দূরে মোটরসাইকেলটি ফেলে আমবাগানের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ২৩ বোতল ফেন্সিডিলের বিকল্প Choco+ সিরাপ জব্দ করে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেল বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top