৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রেসক্লাবে দোয়া মাহফিল

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশের প্রথম সফল মহিলা প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যার পর ‘প্রেসক্লাব নান্দাইল’ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ মোজাহিদি।

এসময় নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও প্রেসক্লাবের সদস্য এনামুল কাদির, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. হাবিবুর রহমান ফকির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামছ-ই-তাবরীজ রায়হান, সহ-সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার, কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন, উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান নাসিম, যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, প্রেসক্লাবের সদস্য মো. আল আমিন সরকার ও মো. শাহজাহান ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top