৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা মামলা, হয়রানি, বাড়ীঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা মামলা, হয়রানি, বাড়ীঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (০৩ জানুয়ারী) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামে ভুক্তভোগী জাহিদুল ইসলাম এর বাড়ীর উঠানে উক্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ পাঠ করেন। এসময় তিনি বলেন, সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। সেই মামলার স্বাক্ষী হওয়ার সুবাদে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আমি এলাকার সাধারণ একজন মানুষ হওয়ায় মামলায় সুবিধা করতে পারবে না ভেবে গত ১১ ডিসেম্বর ভোর রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে আমার বাড়ীতে হামলা চালিয়ে ঘরের সকল প্রকার আসবাবপত্র ভাংচুরসহ ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, পেঁয়াজ, ধানসহ জমির কাগজপত্র লুট করে নিয়ে যায়। এবিষয়ে আমি বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করি। যেখানে দোপপাড়া পদমদীর ফৈজল মন্ডলের ছেলে আবু সালেহ মোঃ ওয়াজেদ আলী, গোবিন্দপুর গ্রামের ইন্তাজ উদ্দিন মন্ডলের ছেলে রজব আলী মন্ডল (৪৮), দোপপাড়া পদমদীর সালেহ মোঃ ওয়াজেদ আলীর ছেলে সৌরভ মন্ডল (২২), ঘোড়ামারা গ্রামের অহিদ মন্ডলের ছেলে রাশেদ মন্ডল (৩২), লোকমান শেখের ছেলে কবির শেখ (৩৫),জয়নালের ছেলে আল আমিন (৩৫), সদাশিবপুর গ্রামের খালেক মোল্লার ছেলে শাহ আলম মোল্লা (৬০), রকমত খাঁ’র ছেলে মোঃ লালন খাঁ (৪০), ঘোড়ামারা গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে মোঃ সাহিদ মন্ডল (৫০), মাছেম মন্ডলের ছেলে মোঃ মোহাই মন্ডল (৪৫), মস্তো মন্ডলের ছেলে মোঃ বক্কার মোল্লা, (৩৫), সামতুল মন্ডলের ছেলে মোঃ ওসমান মন্ডল (৫০), বাবু মোল্লার ছেলে জাহিদ মোল্লা (২৫), মৃত নিজামুদ্দিন শেখের ছেলে জামাল শেখ (৩০), মৃত গফুর শেখের ছেলে হাছান (৩৫), সেকেন মন্ডলের ছেলে রেজাউল মন্ডল (৪০), মেহের মন্ডল (৩০), সফি মন্ডলের ছেলে নাছির মন্ডল (৩৫), সদাশিবপুর গ্রামের আশরাফ শেখের ছেলে সাগর শেখ (২৫), নিয়ামত শেখের ছেলে তৈয়ব আলী শেখ (৫০), তৈয়ব আলী শেখের ছেলে মরশেদ শেখ (২৫), ঘোড়ামাড়া গ্রামের হরিপুল শেখের ছেলে ইউনুস শেখ (৫৫), আজগর শেখের ছেলে বাবুল শেখ (৪০), জলিল মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৩০), খুনকার শেখের ছেলে আশরাফ মোল্লা (২৫)সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এখন আমাকে বিভিন্ন মাধ্যমে মামলা প্রত্যাহার করতে চাপ প্রয়োগ করছে দুর্বৃত্তরা।

গত ১২ ডিসেম্বর আমার অভিযোগটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মামলা নাম্বার ০৫/২৫ রজু করেন। ধারা ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/ ১২৫/৩০৭/৪২৭ দঃবিঃ। তাদের হাতে থাকা রামদা, হকিস্ট্রিক, লোহার রড ইত্যাদি নিয়া আমার বসতবাড়ীতে হামলা ভাঙচুর করে আনুমানিক ২৮ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় আমার ঘরে থাকা ৬০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ৪নং আমার ঘরের ওয়ারড্রব ভেঙ্গে নগদ টাকা, একটি গরু, গর্ভবতী ছাগী, অটোভা্যান- সহ জমিজমার কাগজপত্র নিয়ে যায়। এরপর থেকেই আমি চরম নিরাপত্তা- হীনতায় ভুগছি। আপনাদের মাধ্যমে এর একটি প্রতিকার আশা করছি। এসময় ভুক্তভোগী পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top