৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন, উপস্থিতির হার ৮৯.৮ শতাংশ

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৫–২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৮ শতাংশ।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা হতে ৩টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলের ২৪১টি কক্ষে মোট ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ১৬১ জন শিক্ষার্থী। ফলে অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালে বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীমসহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের ফলে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ জনের মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১ হাজার ৬টি আসন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top