এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটির মূল প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়; আজ সমাজসেবাই আস্থা” — যা এবারের সমাজসেবা দিবসের থিম হিসেবে কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আঃ গাফফার, সহকারী সমাজসেবা অফিসার এম.এম. জামান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা সমাজসেবার উপর গুরুত্বারোপ করে অসহায়, দুঃস্থ ও অনগ্রসর জনগোষ্ঠীর কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
এ দিন উপজেলা প্রধান কোন প্রধান অতিথি উপস্থিত ছিলেন না; তবে কর্মসূচিতে স্থানীয় সরকার ও সমাজসেবায় নিয়োজিত বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবিকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়ে আসছে এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা ও কর্মশালার মাধ্যমে সমাজসেবার গুরুত্ব তুলে ধরা হয়।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments