আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার দাবি তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে “ব্যাপক হামলা” পরিচালনা করেছে এবং দেশটির নেতা মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে আজ সকাল ১১টায় (স্থানীয় সময়) মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করা হবে এবং বিস্তারিত পরে জানানো হবে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তারের অভিযানে অংশ নেয় মার্কিন সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী বিশেষায়িত ইউনিট ‘ডেল্টা ফোর্স’।
এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সামরিক হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। দেশের রাজধানী করাকাসসহ বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।—সূত্র: বিবিসি