মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে (৩ জানুয়ারি) শনিবার সকাল ১১টায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত র্যালিটি প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও ফাহমিদা আফরোজ সভাপতিত্ব করেন। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম ডা. আলমাছ আলী, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং থানার ওসি (তদন্ত) মো. আকবর আলী।
বক্তারা বলেন, প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে সমাজসেবা অধিদপ্তর। কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সরকারি ও সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।