মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ইজিবাইক, অটোভ্যান ও ইটবাহী ট্রলির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হালসা–নাজিরপুর আঞ্চলিক সড়কের গোপীনাথপুর জোলারকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও কয়েকজন যাত্রী একটি অটোভ্যানে করে নাজিরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গোপীনাথপুর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে অটোভ্যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ঘুরে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি থামতে না পেরে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এ দুর্ঘটনায় নাজিরপুর মোল্লাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে আফসার আলী (৭০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাকিম আলীর ছেলে হায়দার আলী (২৭)–কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নিহত আফসার আলীর পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে নাজিরপুর বাজারে দুধ বিক্রি করতেন। প্রতিদিন ভোরে দুধ নিয়ে বাজারে যেতেন। ঘটনার দিনও প্রতিদিনের মতো দুধ নিয়ে বের হলেও আর বাড়ি ফেরা হয়নি। অপরদিকে নিহত হায়দার আলী ছিলেন দিনমজুর এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী আয়েশা বেগম বলেন, “আমার পাঁচ বছরের একটা ছেলে আছে। এখন আমরা কীভাবে চলবো জানি না।”
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, ইজিবাইক ও অটোভ্যানের সংঘর্ষের পর যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছন দিক থেকে আসা ইটবোঝাই ট্রলি তাদের চাপা দিলে দুর্ঘটনাটি ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, ওই সড়কে নিয়মিত অবৈধ ইটবাহী ট্রলি চলাচল করছে এবং এসব ট্রলিতে কার্যকর ব্রেক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত এসব ট্রলির চলাচল বন্ধের দাবি জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইটভাটা মালিক সমিতির সভাপতি বলেন, কোনো ট্রলি চলাচল করে থাকলে বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভবিষ্যতে সকল ট্রলি চালকদের আরও সতর্ক করে দিয়েছি যেন সাবধানে চালায়।