মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশুদের বিরোধের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৯টি বাড়ীর ১৩টি ঘর ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০২ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জামসাপুর গ্রামের তেছেম শেখের ২ টি টিনের ঘর, মোমিন মন্ডলের ৩ টি ঘর, তসলিম শেখের ১ টি, নিটু মন্ডলের ১ টি, বিল্লাল মন্ডলের ১ টি, মিরাজ মন্ডলের ১ টি, শহর আলীর ২টি, আয়েব আলীর ১ টি ও হাসানের চায়ের দোকান ভাংচুর করা হয়েছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, সম্প্রতি জামসাপুর গ্রামের আমের আলী মন্ডলের বাড়ীতে ওয়াজ মাহফিলের দিনে জামসাপুর ও কোনাগ্রামের শিশুদের বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে কোনাগ্রামের আক্কাসের ছেলে আকাশ বাড়ী যাওয়ার পথে জামসাপুর গ্রামের মিরাজের ছেলে রানা সহ ছেলেরা তাকে মারধর করে। বিষয়টি নিয়ে রাতে কোনাগ্রামের শতাধিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জামসাপুর গ্রামে হামলা চালায়। তারা বাড়ী-ঘরে কুপিয়ে ক্ষতি সাধন করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। ক্ষতিগ্রস্থরা অভিযোগ দায়ের করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।