৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৭ হিজরি

মাদুরো গ্রেপ্তারের পর ভেনেজুয়েলা সাময়িকভাবে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে: ট্রাম্পের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হবে। শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্রই পালন করবে।”

ট্রাম্প বলেন, “আমরা চাই না, ভুল নেতৃত্ব আবার দেশকে সংকটে ফেলুক। তাই উপযুক্ত ও স্থিতিশীল রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশটির প্রশাসন আমরা পরিচালনা করব।”

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরবর্তীতে তাদের নিউইয়র্কে নেওয়া হয়। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা কর্মীরা মাদুরোকে বিমান থেকে নামিয়ে হেফাজতে নেন।

যুক্তরাষ্ট্রের দাবি, দীর্ঘদিন ধরে মাদকচক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাদুরোর বিরুদ্ধে চাপ বাড়ানো হচ্ছিল। এ সময়ে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাংকার জব্দ ও কথিত মাদকবাহী নৌযানে হামলাসহ একাধিক সামরিক অভিযান পরিচালনা করা হয়—যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, ভেঙে পড়া ভেনেজুয়েলীয় তেলখাত পুনর্গঠনে বড় বড় মার্কিন কোম্পানিকে কাজ করার সুযোগ দেওয়া হবে। তার ভাষায়, “এটি ভেনেজুয়েলের জনগণকে সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ ভবিষ্যৎ এনে দেবে।”

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে নার্কো–সন্ত্রাসবাদ, কোকেন আমদানি ষড়যন্ত্র এবং ভারী অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। বিচার বিভাগীয় সূত্র জানায়, আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে তার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top